বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
শেষ হলো ১০ম ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব ২০২১। ঋত্বিক কুমার ঘটক, যিনি ঋত্বিক ঘটক হিসেবেই সচরাচর অভিহিত, (জন্ম: ৪ নভেম্বর ১৯২৫ – মৃত্যু: ৬ ফেব্রুয়ারি ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক। তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিয়াঁপাড়ায়। তার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ঋত্বিক সম্মাননা ও চলচ্চিত্র উৎসব।
এবারে ১০ম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শন হয়, এই উৎসবের সমাপনী দিনে প্রদর্শন করা হয় নির্মাতা জীবন শাহাদাৎ এর পরিচালনায় চলচ্চিত্র “ছাদবাগান”। ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। কোলকাতার গায়ক নচিকেতা চক্রবর্তী এর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় এই ছবি। ছবির গল্পে দেখা যায়; করোনা মহামারির আঘাতে অন্য অনেকের মতো অর্থনৈতিক সংকটে পড়ে ঢাকার আরিফ ও চৈতী দম্পতি। ফলে শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হন তারা।
কিন্তু যাবার সময় বড্ড পিছুটান হয়ে ধরা দেয় তাদের পরম যত্নে গড়ে তোলা ‘ছাদবাগান’। বাগানের এক একটি গাছ তাদের সন্তান হয়ে ধরা দেয়। সেই সন্তানদের ফেলে শহর ছাড়ার বেদনার গল্পে সম্প্রতি নির্মিত হলো চলচ্চিত্র ‘ছাদবাগান’।
১৩ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অরণ্য কুসুম ও ফারাহ্ আকাঙ্ক্ষা। আরও আছেন মাহমুদ মাসুদ, সাজু ও সঞ্জীব কুমার।
চলচ্চিত্রে ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে নতুন করে কন্ঠ দিয়েছেন কোলকাতার শিল্পী সংঘমিত্রা।
শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে ছবিটি প্রযোজনা করেছেন উদয় হাকিম।
চলচ্চিত্রটি পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী চলমান থাকবে।
Leave a Reply