রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
উত্তরবঙ্গ ডেস্ক:
ঠাকুরগাঁও জেলায় মার্কেটসমূহ বন্ধ ঘোষণা করা হলেও শুক্রবার সকালে পৌর শহরের চৌরাস্তার টাউন প্লাজার তৃতীয় তলায় আবাসিক প্রাইম হোটেলে কাপড় ও তৈরি পোশাক বিক্রির ঘটনায় অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন প্রাইম আবাসিক হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি কাপড় ও তৈরি পোশাক রাখার কক্ষগুলো তালাবদ্ধ করার নির্দেশ দেন।
ইউএনও জানান, প্রাইম হোটেলের কক্ষগুলোতে ঈদ মার্কেটেরে মতো দেদারসে কাপড় বিক্রি চলছিল। ভবনের নিচে ও রাস্তায় থাকা ক্রেতাদের গোপনে তিন তলায় হোটেল কক্ষে গিয়ে কেনাকাটার জন্য প্রচার করাও হচ্ছিল।
অভিযানের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র: ইউএনবি
Leave a Reply