বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন
দক্ষিন এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে এবং UK Lif-off Filmmaker Session চলচ্চিত্র উৎসবে সিলেক্ট হয়েছে চলচ্চিত্র বন্দি শতাব্দী।
সামাজিক যোগাযোগ মাধ্যেমে চলচ্চিত্র ট্রেলার প্রকাশের পর দর্শকের সারা পেয়েছে বন্দি শতাব্দী দর্শকের দেখার আগ্রহের কেন্দ্র রয়েছে চলচ্চিত্রটি।
উৎসবে অংশ নিতে যাচ্ছে চলচ্চিত্রটি।
নির্মাতা বলে, আমি চেষ্টা করেছি পুরো বিশ্বের একটি সমস্যা নিয়ে কাজ করার এবং আমি আমার মত করে গল্প বলার চেষ্টা করেছি।
আশা করি সিনেমাটি সকলের ভালো লাগবে। এটি আমার আপিনার আমাদের সকলের গল্প’
আমি সিনেমার সাথে থাকা সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি ভালো কাজ সম্পূর্ন করতে পেরেছি আপনাদের জন্য এভাবেই এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায়।
সিনেমাটি মূল ৭৫% দৃশ্যধরন করা হয় বরিশাল ২৪% কলকাতায় ও ১% জার্মানে
সিনেমাটোগ্রাফার ছিলেন শাহারিয়ার চয়ন (বাংলাদেশ), বিপ্লব সুই (কলকাতা), ক্লাউস হাউসম্যান (জার্মান)
সম্পাদনা ও কালার নির্মাতা নিজেই
বিজিএম করেন জুবায়ের জিসান
প্রযোজনা প্রতিষ্ঠান ল্যাম্প এন্টারটেইনমেন্ট বি ডি।
চলচ্চিত্রটি নিয়ে জানতে চাইলে নির্মাতা হাবিবুর রহমান বলেন বহু আগে মাথায় ঘুরছিলো।
এর পর থেকে স্ক্রিপ্ট ও চিত্রনাট্য লেখা শুরু নিজের গল্প বলার যুক্তিতর্ক শেষ নির্মানের পরিকল্পনায়।
ততক্ষনে করোনা পুরো দেশে ছড়িয়ে পড়ল লক ডাউন, লকডাউন দেশ প্রায় অচল চার পাশে মৃত্যু সংবাদ।
স্বভাবিক ভাবেই শুটিং প্লান করা অনেকটা ঝামেলা তার ভেতর এই সিনেমার অনেক গুলো চরিত্র দরকার ছিলো। বুঝে উঠতে পারছিলাম না কেমন কি
তার ভেতরেই আলাপ করি সিনেমাটোগ্রাফার শাহারিয়ার চয়ন ভাইয়ের সাথে সিনোপসিস শুনে ভাই রাজি হয়ে গেলেন।
তারপর বাকি কাজ গুলো মোবাইলে মোবাইলে আলাপ সকলের সাথে যোগাযোগ করা।
যখন লকডাউন শিথিল করা হলে সেপ্টেম্বর মাসে শুটিং প্লান করি।
আসলে আমি সিনেমাটি প্রযোজনা নিয়ে চিন্তিত ছিলাম কলকাতা লাকী রহমান ও আমিন আব্দুল্লাহ ও ফাইয়াজ পাটান ও বাদল সকলে মিলে সিনেমা নির্মানের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
নানা বাধা পেরিয়ে আমরা প্রথম লটের শুটিং সম্পূর্ন করি… পরে ২য় ও ৩য় লটের শুটিং শেষে করি
ধন্যবাদ উত্তরবঙ্গ টেলিভিশন আপনারা শুরু থেকে আমাদের পাশে ছিলেন।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেন নুসরাত স্বরনা, আসমাত বাহদুরি(কলকাতা) সিরাজু মুনির টিটু, মিন্টু কর, মোরশেদ শামীম, সজল মাহামুদ, পিয়া, শাহাজাদা কাবির শুভ, সুস্মিতা সহ আরও অনেকে…
Leave a Reply