রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ ভাইরাস বা নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভাইরাস সংক্রমণ রোধে রাজশাহীতে আন্ত:জেলা ও আন্ত:উপজেলা যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এর জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে এ বিশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক অধিশাখা-২ এর ০৫ মে তারিখের ৪৪.০০.০০০০.০৭৫.০৮.০০৬.২০১৬.৩১৭ নং স্মারক সূত্রে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিটির স্মারক নং-০৫.৪৩.৮১০০.০১৭.০৬.০৩৭.২০.৪৮২ ও তারিখ-০৮ মে ২০২০।
এছাড়াও রাজশাহীর জেলা প্রশাসক নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে এ সংক্রান্ত একটি পোষ্টও দিয়েছেন।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- আন্ত:জেলা, আন্ত:উপজেলা যোগাযোগ বা জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে।
অর্থাৎ এক উপজেলার লোক অন্য উপজেলায় এবং এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবে না, আসন্ন ঈদের ছুটিতে সকলকেই নিজ নিজ এলাকা বা কর্মস্থলে থাকতে হবে এবং আন্ত:জেলা বা আন্ত:উপজেলা কিংবা বাড়িতে যাওয়ার ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতিটি শপিংমল বা বাজার এ প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে ও মাস্ক পরিধান ব্যাতিত কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেনা এছাড়াও সকল বিক্রেতা বা দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্লভস পরিধান করতে হবে।
“স্বাস্থ্য বিধি না মানলে, মৃত্যু ঝুঁকি আছে’ সতর্কবাণী সম্বলিত ব্যানার প্রতিটি শপিংমল বা মার্কেটের সামনে টাঙ্গাতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমল বা মার্কেটগুলো সকাল ১০টা হতে বিকাল ৪টার মধ্যে সীমিত আকারে খুলে রাখতে হবে এবং ফুটপাতে বা প্রকাশ্যস্থানে হকার, ফেরিওয়ালা বা কোন ধরণের অস্থায়ী দোকানপাট বসানো যাবে না বলে জানানো হয়েছে।
সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে এবং রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরী প্রয়োজন ব্যাতিত বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলে জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে।
তবে পূর্বের ন্যায় জরুরী পরিষেবা, কৃষিপণ্য, খাদ্যপণ্য, রপ্তানী সামগ্রী, ঔষধ ইত্যাদি পরিবহণ কাজে সড়ক ও নৌ পথে যানবাহণ সচল থাকবে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে সর্তকর্তার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
Leave a Reply