শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
উত্তরবঙ্গ ডেস্ক:
অধিনায়ক হিসেবে দলের মাঝে তুমুল জনপ্রিয় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার সান্নিধ্য পেতে সবাই মুখিয়ে থাকত। যে কোনো সিরিজের সময় তার হোটেল কক্ষ সবার জন্য ছিল অবারিত। ২৪ ঘণ্টা সেখানে প্রবেশাধিকার ছিল সবার। অধিনায়কের কক্ষ ছিল আড্ডা, হাসি, মজার কেন্দ্রস্থল। মাশরাফি নেতৃত্ব থেকে অবসর নেওয়ায় মান্নাদের গানের মতো সেই আড্ডাটা আজ আর নেই। নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেই আড্ডাটা হারিয়ে যেতে দিতে চান না।
মাশরাফির সঙ্গে খুব মধুর সম্পর্ক তামিমের। ম্যাশের রুমে তিনিই সবচেয়ে বেশি সময় কাটাতেন। গতকাল সোমবার রাতে ইনস্টাগ্রাম আড্ডায় তামিম স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন দেশে বা বিদেশে কোনো সিরিজে থাকি, সবাইকে সিঙ্গেল রুম দেওয়া হয়। অধিনায়ক একট বড় রুম পেয়ে থাকেন। একটা রুম ২৪ ঘণ্টা খোলা থাকে, ওই রুমের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকে, মাশরাফি ভাইয়ের রুম। সবার জন্য সবসময় খোলা।’
তামিম আরও বলেন, ‘আমরা সেখানে যাই, আড্ডা দেই, খাওয়ার ব্যবস্থা থাকে, আমাদের দুঃখ, ভালো লাগা, সবকিছু ভাগাভাগি করি ওই রুমে। আমি জানি না, এই ব্যাপারটা সামনে থাকবে কিনা। আমি আশা করি, আপনি আরও অনেক দিন খেলবেন। এই ব্যাপারটা যেন সবসময় টিকে থাকে…।’
জবাবে মাশরাফি বুঝিয়ে দেন, তিনি অধিনায়ক না থাকলেও এই ধারা থাকবে, ‘তামিম, আমি যখন নেতৃত্ব থেকে সরে দাঁড়াই, আমি বলেছিলাম যে আমি বিশ্বাস করি, এই দলে সেই মানুষগুলি আছে যে কোনো অপূর্ণতা থাকবে না। তুই ক্যাপ্টেন্সি পেয়েছিস, সাকিব-মুশফিক-রিয়াদ-মুমিনুল, সবাই অসাধারণ মানুষ। আমি নিশ্চিত, এই ধারা থাকবে। তবে অবশ্যই, তোরা আমাকে মিস করতে বাধ্য (হাসি)।’
সূত্র : কালের কন্ঠ
Leave a Reply