বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন
পলিটেকনিক ভর্তি নীতিমালা ২০২০ এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় যে কোন বয়সের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের সামনে ( শহরের জিরো পয়েন্ট) এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশের অন্যতম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন, বাংলাদেশ। রাজশাহী জেলা শাখা। এবং বিভিন্ন বেসরকারি পেশাজীবি সংগঠন। এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পলিটেকনিক ভর্তি নীতিমালা ২০২০ প্রণয়ন করে তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তিতে বয়সের কোনো বাধা রাখা হয়নি। এর ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এবং দ্রুত অনলাইন মিটিং করে একটি মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়। যা গতকাল বিকেল ৩ টায় রাজশাহী প্রেসক্লাবের সামনে রাজশাহী জিরো পয়েন্ট এ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ তুলে ধরেন।
বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে একটি কালো চক্র ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন সিদ্ধান্ত পরিবর্তন না হলে, দুর্বার আন্দোলনের মাধ্যমে রাস্তায় নামবে । মানববন্ধন কর্মসূচি পালন শেষে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লাকে ও মাননীয় শিক্ষামন্ত্রী ড.দিপু মণি কে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আত্মঘাতী ভর্তি নীতিমালা প্রত্যাহারপূর্বক বিদ্যমান ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুসারে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরুর অনুরোধ করেন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইডিইবি এর রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ ও প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন, রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি – ইঞ্জিনিয়ার নূর এ সিয়াম ও সাধারণ সম্পাদক – ইঞ্জিনিয়ার মোঃ জিহাদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক – সৈয়দ হাসিবুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক – মোসাম্মাৎ সুমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – কাজল বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply