রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চলছে পবিত্র মাহে রমজান মাস। তবে এবারের রমজান মাসটা অন্য বছরের রমজানের চেয়ে ভিন্ন। বৈশ্বিক মহামারীর মধ্যে অতিবাহিত হচ্ছে এ পবিত্র রমজান। নোভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাস বিশ্বব্যাপী এ মহামারী রুপধারণ করেছে। বিশ্বের অন্য দেশের ন্যয় যার প্রভাব বিস্তার করছে বাংলাদেশজুড়ে।
প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় সরকার, প্রশাসন, চিকিৎসকসহ সকলেই নিজ নিজ অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর সামর্থ্যানুযায়ী মহামারীকালীন সময়ে অসহায়দের সহায়তায় এগিয়ে আসছে।
দূর্যোগকালীন সময় আর পবিত্র রমজান মাসে অসহায় মানুষের সহায় হয়েছে ‘ছোট স্বপ্ন’। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে দূর্যোগকালে ক্ষতিগ্রস্থ কলেজে কর্মচারিদের পরিবারসহ কলেজে আশেপাশে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে। ১৩ রমজান বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে তাদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী খান নিজে অসহায়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় কলেজের উপাধ্যক্ষ সানাউল্লাহ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অনার্স (বিএড) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও ছোট স্বপ্ন’র স্বেচ্ছাসেবী মোঃ আবির হোসেন জানান, “সামাজিক বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করার জন্য রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছি। সেটার জন্য প্রতিষ্ঠানভিত্তিক একটি সংগঠন হিসেবে গঠন করার জন্য ‘ছোট স্বপ্ন’ নামটির কথা ভাবা হয়েছে।”
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমটি করা হয়েছে বলেও জানান কলেজ শিক্ষার্থী আবির হোসেন।
কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, মহামারীকালীন সময়ে নিম্ন আয়ের অসহায় মানুষদের জন্য কিছু করার কলেজে অধ্যয়নরত কিছু শিক্ষার্থীরা উদ্যোগ গ্রহণ করে। যাদের মধ্যে রয়েছে কলেজের অনার্স (বিএড) ৮ম সেমিস্টারের মোঃ নাবিল হাসান, মো: আসিফ রেজা, অনার্স (বিএড) ১ম সেমিস্টারের মোঃ আবির হোসেন, মোঃ ইসমাইল হোসেন নীল, মো: সাফিন, মোঃ ইব্রাহিম, মোহাম্মদ আফনান ও মোঃ রিয়াজ।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী খান সকলকে এমনভাবে মানুষের পাশে এসে দাঁড়ানেরা আহবান জানান।
Leave a Reply