সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসের মধ্যে যখন সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে, তখন নিজেদের ক্যারিয়ারকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার দুই আন্তর্জাতিক আম্পায়ার সাইমন ফ্রাই এবং জন ওয়ার্ড। ফ্রাই ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ও ওয়ার্ড ছিলেন ভিক্টোরিয়ার। তাদের এই একসঙ্গে অবসর বেশ আলোচনা সৃষ্টি করেছে ক্রিকেটবিশ্বে।
ক্যারিয়ারে ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৩ বছর বয়সী ফ্রাই। ক্যারিয়ারে ৭টি আন্তর্জাতিক টেস্ট, পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি সাদা বলের ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। এছাড়া তিনি ১০০টি প্রথম শ্রেণির, ১৩০টি লিস্ট ‘এ’ এবং পুরুষদের ক্রিকেট ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আম্পায়ার পুরস্কার জিতেছেন ফ্রাই।
ক্যারিয়ারে ১৯ মৌসুম আম্পায়ারিং করেছেন ৫৭ বছর বয়সী ওয়ার্ড। ৩২টি টেস্ট ম্যাচ, ৮৭টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৮৪টি লিষ্ট ‘এ’ এবং ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। গত মার্চে ব্লান্ডস্টোন অ্যারেনায় শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস এবং তাসমানিয়ার ম্যাচে শেষবারের মতো আম্পয়ারিং করেছিলেন ফ্রাই ও ওয়ার্ড।
Leave a Reply